শেখঘাটে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

67
শেখঘাট সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে দুপক্ষের সংঘর্ষ চলাকালে এক পক্ষের অবস্থান। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
নগরীর শেখঘাটের কাজির বাজার ব্রীজের অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বুধবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। তবে- সংঘর্ষের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, শেখঘাট কাজিরবাজার ব্রীজের সামনে স্থানীয় দুটি গ্র“পের কর্মীদের মধ্যে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ৬ রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয় যায়নি। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া মিঞা জানিয়েছেন, কাজির বাজার ব্রীজের সামনের সিএনজি স্ট্যান্ডিং নিয়ে স্থানীয় দুটি গ্র“পের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সামান্য ঝামেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ রিপোর্ট লেখা এ পর্যন্ত স্থানীয় কাউন্সিলর সিকান্দর আলী বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা যায়।