অগ্নি ঝরা মার্চ

39

জেড.এম. শামসুল :
১৯৭১ সালের অগ্নি ঝরা ৬ মার্চ। এদিন পাকিস্তানী বাহিনীর হত্যা নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতার দাবিতে ঢাকা রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় যোগদানের লক্ষ্যে সারা দেশে একই শ্লোগানে মুখরিত ছিল, চলো চলো ঢাকায় চলো। পর দিন ঢাকার রেসকোর্স ময়দানের জনমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির আগামী দিনের আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আজ থেকে রেলপথ, সড়ক পথে লোকজন ঢাকায় জড়ো হতে থাকে। ঢাকার রাজপথ ছিল স্বাধীনতার শ্লোগানে মুখরিত। এদিন ঢাকা সহ দেশব্যাপী স্বাধীনতা সংগ্রামের কর্মকান্ডের পরিধি বাড়তে থাকে। এদিন জেনারেল ইয়াহইয়া খান ঘোষণা দেন ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসবে। তিনি আরো বলেন, দেশে আন্দোলনের নামে যা ঘটছে তাতে কোন সরকার নীরব থাকতে পারে না। তিনি কর্কশ ভাষায় সেনাবাহিনী দিয়ে বাঙালি জাতিকে শায়েস্তা করার হুমকি দেন। এদিন থেকে তিনি সরকারের প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন ও সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকেন। এদিন থেকে বড় বড় আর্মি অফিসার ও ব্যবসায়ীদের পরিবারবর্গকে পাকিস্তানে পাঠিয়ে দেন। ইয়াহইয়া খানের সকল প্রকার হুমকিকে তোয়াক্কা না করে বাঙালি জাতি আন্দোলনে ফেটে পড়ে। শহর থেকে শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে।