বিশ^নাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা উত্তর গ্রামের ১২ ফুট প্রস্থ প্রায় অর্ধ কিলোমিটার সংযোগ সড়ক (পনাউল্ল্যাহ সড়ক টু পেছিখুরমা সড়ক পর্যন্ত) নির্মাণ করা হয়েছে। এলাকাবাসির উদ্দ্যোগে ও ভূমিদাতার সমন্বয়ে এ সংযোগ সড়কটি নির্মাণ করা হয়। এতে অর্থায়ন করেন বড় খুরমা উত্তর গ্রামস্থ আল-মদিনা এতিমখানা ও আল-মদিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো: সমরু মিয়া।
সড়ক নির্মাণে ভূমিদাতারা হচ্ছেন, রাউতরগাঁও’র আলহাজ¦ মো: সমরু মিয়া, রাউতরগাঁও’র শফিক মিয়া, বড়খুরমা উত্তর গ্রামের সিন্টু রঞ্জন চন্দ, অজিত রঞ্জন চন্দ ও পাপলু চন্দ্র চন্দ, রাউতরগাঁও’র রহমত আলী, ছোটখুরমা গ্রামের চান্দ আলী, বড় খুরমা উত্তর গ্রামের শায়েস্তা খাঁ, লালটেক গ্রামের আশিক আলী, বড় খুরমা উত্তর গ্রামের সিরাজ মিয়া ও রাউতরগাঁও গ্রামের নূরুল আমিন।
এ উপলক্ষে গত শুক্রবার (২২ জানুয়ারী/২০২১) বাদ মাগরিব বড়খুরমা উত্তর গ্রামস্থ আল-মদিনা দাখিল মাদ্রাসার অফিস কক্ষে এলাকাবাসীর উদ্যোগে উক্ত রাস্তার সম্প্রসারণ ও পিচ-ঢালাইয়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
অলংকারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ছোট খুরমা গ্রামের রফিক মিয়ার সভাপতিত্বে ও বড়খুরমা উত্তর গ্রামের এবং আল-মদিনা দাখিল মাদ্রাসার সেক্রেটারী ও কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনোওর আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন, অলংকারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আলতাব আলী, অলংকারী ইউনিয়নের ২ ওয়ার্ডের মেম্বার রিয়াজ আলী, রাউতরগাঁওয়ের মো: রহমত আলী, বড় খুরমার আব্দুল মতিন, ছোট খুরমার রিয়াজ, পেছিখুরমার নেছার আলী, দৈনিক কাজিরবাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের মেম্বার ও বড়খুরমা উত্তর গ্রামের সিন্টু রঞ্জন চন্দ, পাপলু চন্দ্র চন্দ, ছোটখুরামার মহি উদ্দিন, পেশকারগাঁওয়ের ছাদ মিয়া,আল-মদিনা দাখিল মাদ্রাসার অর্থ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম ও আল-মদিনা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল মালিক, লালটেকের আশিক আলী, পেছিখুরমার চান্দ আলী, রাউতরগাঁও’র নূরুল আমিন, একই গ্রামের আব্দুর রকিব, আব্দুল গণি, নাজমুল ইসলাম ও সুহেদ আহমদ। এ সময় এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি