দিরাইয়ে বাস দুর্ঘটনায় আহত ৪০

29

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাস দুর্ঘটনায় ৪০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ১০ জনকে প্রেরণ করা হয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার দুপুর সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই বাসস্ট্যান্ড থেকে সনাতন ধর্মাবলম্বীদের বহনকারী একটি বাস সিলেট অনুকূল ঠাকুরের আশ্রমে উৎসবে যোগদানের জন্য যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার করিমপুর ইউনিয়নের সাদিরপুর নামক স্থানে দিরাই-মদনপুর সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসে থাকা যাত্রীরা আহত হন। আহতদেরকে তাৎক্ষণিকভাবে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আশংকাজনক অবস্থায় ১০ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিরাই থানার ওসি মোস্তফা কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত যাত্রী বহন ও দ্রুতগতিতে গাড়ি পরিচালনার জন্য এ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে বাসের চালক ও হেল্পার পলাতক রয়েছে।