মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হাজী এমএ মান্নান বলেছেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আমার অনেক ভুল ত্র“টি হতে পারে, আপনারা ক্ষমা দিবেন। আগামী নির্বাচনে নৌকা নিয়ে আপনাদের কাছে আসবো, আপনারা আবারো ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। তিনি বলেন, একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে বিবেদ সৃষ্টি করতে চায়। তাদের ব্যাপারে আপানারা সতর্ক থাকবেন। তিনি আরো বলেন, জগন্নাথপুরের কয়েকটি রাস্তাঘাটের করুন দশার কারণে মানুষ কষ্ট পাচ্ছেন। এ জন্য আমি ক্ষমা চাই। তবে আগামীতে নির্বাচিত হলে সবার আগে জগন্নাথপুরের রাস্তাঘাটের কাজ করা হবে। ১৫ সেপ্টেম্বর শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর সদস্য সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা আজমল হোসেন জামীর সভাপতিত্বে এবং পৌর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ ও হাফিজ আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আহ্জুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহেব ক্বিবলা ফুলতলীর সুযোগ্য পুত্র আল্লামা হুছামুদ্দীন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোয়ার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা আবদুল মুনাইম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা আবদুল মুক্তাদির খান। বক্তব্য রাখেন, তালামীযের সহ-সভাপতি মুহিবুর রহমান, আল ইসলাহ এর জগন্নাথপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা আবদুল করিম ফারুকী, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ নেতা হাফিজ সমছু মিয়া সুজন, দিরাই উপজেলা কমিটির সভাপতি মাওলানা আবু সাইদ সৈয়দ, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা তাজুল ইসলাম, পাটলি ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, মিরপুর ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা আবুল বশর, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা আবদুল হাই, রাণীগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি হাফিজ সুন্দর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা আজিজুর রজমান, আশারকান্দি ইউনিয়ন কমিটির সভাপতি ক্বারী আবদুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা হাফিজুর রহমান, তালামীযের পশ্চিম উপজেলা কমিটির সভাপতি হাফিজ তারিছ আলী, সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, পূর্ব কমিটির সভাপতি সালেহ আহমদ ছালিক, সাধারণ সম্পাদক হাফিজ শাহ আলম। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি হোসাইন আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফিজ বদর উদ্দিন আল আমিন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকে খন্ডখন্ড মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা সম্মেলনে এসে যোগদান করেন।
এদিকে-জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে স্থানীয় কামাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বক্তব্য রাখেন উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলী প্রমূখ। সভায় দরিদ্র আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সভায় জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও পোষাক পরিহিত প্রায় ৫ শতাধিক আনসার ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।