আগামী ২৪ জানুয়ারি বুধবার বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর উপশহর জামিআ লুগাতিল আরাবিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপশহর তিব্বিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সাইয়্যিদ আনোয়ার শাহ কাশ্মিরী (রঃ) এর সুযোগ্য দৌহিত্র দারুল উলুম দেওবন্দ ভারতের (ওয়াক্ফ) প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা সাইয়্যিদ আহমদ খাজির শাহ কাশ্মিরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলূম বাশকান্দি ভারতের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা ওসমান মারুফী, মাওলানা শেখ হাবিবুল্লাহ হবিগঞ্জি, মুফতি আবুল হাসান জকিগঞ্জি, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী। উক্ত মহতি সম্মেলনকে সফল করতে শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ আছর মাদ্রাসা দপ্তরে মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের এক জরুরী সভা মাদ্রাসার প্রিন্সিপাল তাহুরুল হক জকিগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সম্মেলনকে সফল করতে সকলের সহায়তা কামনা করা হয়।
এছাড়া সভায় হাফিজ মীর আইনুল ইসলামকে সভাপতি, মাওলানা সাইফুল ইসলাম রিয়াদ, মাওলানা ফয়জুল হাসান, মাওলানা আফাজ উদ্দিন, মাওলানা তানভীর আহমদ, মাওলানা মুহাইমিন, মাওলানা হুমায়ূন আহমদ, হাফিজ নুরুল ইসলাম, হাফিজ মিজান হাসান চৌধুরী, হাফিজ মেরাজ উদ্দিন, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা ময়নুল ইসলাম মায়ন কে সহ সভাপতি, মাওলানা কামরান আহমদ শিহাব কে সাধারণ সম্পাদক, হাফিজ মাওলানা ময়নুল ইসলামকে যুগ্ম সম্পাদক, হাফিজ সুফিয়ান আহমদ, মাওলানা শাহ নেছার আহমদ, মাওলানা শাহজাহান আহমদকে সহ সম্পাদক, মাওলানা সাইদুল ইসলাম লস্করকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা বিলাল আহমদ ও মোহাম্মদ আলীকে সহ সাংগঠনিক সম্পাদক, হাফিজ তামিম আহমদ ও হাফিজ মনসুর আহমদকে প্রচার সম্পাদক, হাফিজ ইবাদুল হোসেন তোহা, হাফিজ জুবায়ের আহমদ ও মাওলানা আব্দুল করিমকে অর্থ সম্পাদক, মাওলানা রেজাউল করিম ও মাওলানা খায়রুল ইসলামকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হাফিজ মাওলানা মনসুরুল হাসান ইলিয়াসকে শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আছগর হোসাইন, ফারুক আহমদ, হাফিজ আইনুল ইসলাম, হাফিজ মুজাম্মিল হোসাইন, হাফিজ খুর্শেদ আলমকে সদস্য করে প্রাক্তন ছাত্র পরিষদের ২০১৮ ইংরেজি সালের কার্যনির্বাহী কমিটি পূণর্গঠন করা হয়। বিজ্ঞপ্তি