মোজাহারুল ইসলাম চপল
সময় যায় আগের মতো দিন যায় নিজের নিয়মে
হাজার জঞ্জালে প্রহর কাটে বিনিদ্র নেশায়
হৃদয়ের কপাট খুলে জেগে থাকি একা।
ফাল্গুনের দ্বার খুলে বসন্তের আসা যাওয়ার মাঝে
চৈত্রের খা খা দুপুরের অপেক্ষা।
আজ তবে কেনো ফুটেছে শাখায় শাখায় ম্রিয়মান ফুল!
এখানেতো- ভ্রমরহীন গন্ধবিহীন ফুল উষর জীবনে
কখনো কি এখানে জল ছিল, কোনদিন ভালবাসা ছিল?
তবে কেন আজি, হাজারও ফুল?
যারা ছিল প্রেমময় উর্বর হৃদয়ের অধিকারী
তারা কেউ কখনো কি বলেছিল, এই ফুল গন্ধহীন নিষ্প্রাণ।
তুমিতো একদিন পূর্ণিমার রাতের ঝকঝকে খোলা প্রান্তর ছিলে
তবে কেন আজ-বুকের গহীনে মলিন বিরহ চেপে
নৈরাজ্যের খড়গের তলে মাথা রেখে —
মৃত সবুজের বুকে চলেছো একাকী?
এতো অভিমানে কেনো নিজেকে দগ্ধ করছো
কেউকি কখনো বলেছিল তোমায়-ফিরে এসো
উষর জীবনের মায়াময়তায়।
তুমি কি জাননা, তোমার শূন্যতায় এখন শুধুই বেদনার ঘ্রাণ বাড়ে জীবনের পাললিক উঠানে,
যখন মাছের আচিলার মতো গন্ধ বেরুয় মানবতার শরীর থেকে
আজ তবে কেন এতো অভিমান?
তোমার বড্ড প্রয়োজন গন্ধহীন ম্রিয়মান বাগানে।