রইস উদ্দিন খান
যার শেষ ভালো, সেই ভালো
যে শুরুতে ছিল
তাকে ভুলে গেলো।
যার শেষ ভালো, সেই ভালো !
ওযে, প্রথম চোখে-চোখ রেখে ছিল
হাতটি ধরে ছিল, মুচকি হেসেছিল
তাকে ভুলে গেলো ?
ওযে প্রথম একসাথে পথ চলেছিল
ভবিষ্যতের কথা বলেছিল
এলোমেলো চুল ছুঁয়েছিল
তাকে ভুলে গেল ?
ও যার শেষ ভালো, সেই কি ভালো !
ওযে, প্রথম রাত জাগিয়েছিল
চাঁদ দেখা শিখিয়েছিল
কত স্বপ্ন চোখে এঁকে ছিল
মন তাকে ভুলে গেল ?
ওযে, প্রথম ঠোঁটে ঠোঁট মিলিয়ে ছিল
আলিঙ্গনে নিয়েছিল
একাকীর ভয় দেখিয়েছিল
তাকে ভুলে গেল?
ওযে, প্রথম হৃদয় ভেঙে ছিল
রক্ত দিয়ে নাম লিখিয়ে ছিল
এ জীবন তুচ্ছ করে দিয়েছিল
মন, তাকে ভুলে গেল।
তবে কি যার শেষ ভালো, সেই ভালো
আর যে শুরুতে ছিল
তাকে ভুলে গেল।
তবু, জোছনা রাতে
বধুর হাতে হাতটি রেখে
কেনও,কেনও প্রথমাকে ভাবো ?
ও যার শেষ ভাল, সেই কি ভালো ?
ওযে প্রথমে ছিল,
তাকে কি কভু হৃদয় ভুলে ছিল !?