অজিত কুমার কর
ক্রন্দনের সুউচ্চ রবে
ভূমিষ্ঠ শিশু এ ভবে
এটাই তো বিধাতার ললাট-লিখন।
তিলে তিলে বেড়ে ওঠা
বাগিচায় পুষ্প ফোটা
সৌরভ ছড়িয়ে পড়ে নন্দনকানন।
জননীর ক্রোড় সে তো শিশুর একার
ওখানে যে আর কারও নাহি অধিকার।
পূর্ণিমার পূর্ণ শশী
মহাশূন্য হতে খসি
ভরে দিল শূন্যস্থান অতীব যতনে।
অধরা দিল যে ধরা
এ ধরিত্রী সসাগরা
কৌমুদী আনন্দধারা বহিল ভুবনে।
তুষ্ট করিল মাত্র এক কণা দিয়া
পূর্ণতার স্বাদ পেল জননীর হিয়া।