সুনামগঞ্জের সকল উপজেলায় একদিনে ধান কাটা উৎসব হবে

14

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের হাওরে ফসল কর্তন, ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদনে ছোট ছোট খাল খনন বিষয়ে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২১ এপ্রিল সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার সকল উপজেলা একযোগে ধান কাটা উৎসব আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং হাওর এলাকায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দেওয়ায় আগামী ৫ মে পর্যন্ত বালু-পাথর শ্রমিকদের হাওরে ধান কাটতে আহবান জানানো হয়। এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং অধিনায়ক ২৮ বিজিবিকে অনুরোধ জানানো হয়।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা পর্যায়ে বিজ্ঞান সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২০১৯ এ সেরা আয়োজক হিসেবে দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামকে জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
জানা যায়, হাওরে শ্রমিক সংকট নিরশনে জেলার সকল বালি মহাল ও পাথর কোয়ারী বন্ধ রাখার জন্য এবং শ্রমিকদের হাওরের ধানকাটায় উৎসাহিত করার জন্য গত ১৩ এপ্রিল জেলা প্রশাসক এর সাথে সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।