বড়লেখায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে স্কুলছাত্র খুন, গ্রেফতার ৩

64

BARLEKH„বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় তুচ্ছ ঘটনার জের ধরে নেপাল কর (১৮) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। নিহত নেপাল গ্রামতলা ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং গ্রামের মৃত গোপাল করের ছেলে। বড়লেখা ডিগ্রি কলেজ সংলগ্ন বড়লেখা-শাহবাজপুর সড়কে শুক্রবার ১০ এপ্রিল রাত সাড়ে ১০টায় এ হত্যাকান্ডটি ঘটেছে। ঘটনার দুইঘন্টার মধ্যে থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদুর রহমান খুনের ঘটনায় জড়িত তিন যুবককে উপজেলার সদর ইউনিয়নের গ্রমতলা ও বিছরাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছেন। এদিকে খুনীদের ফাঁসির দাবিতে নিহত নেপাল করের সহপাঠীরা শনিবার পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার তিন দিন পূর্বে নিহত নেপাল করের ছোট ভাই শ্রীবাস করের সাথে গ্রামতলা গ্রামের মৃত বিরেন্দ্র করের স্ত্রী জবা করের বাকবিতন্ডা হয়। এর জের ধরে জবার ছেলে রমেশ কর ওরফে সমাই (২৭), রতন করের ছেলে দিলীপ কর (২২) ও কাজল কর (২৫) শুক্রবার রাত আনুমানিক দশটায় পৌর শহরের গঙ্গারজল এলাকায় শ্রীবাসকে একা পেয়ে মারধর করে। ছোটভাই শ্রীবাসকে বাচাঁতে এগিয়ে গেলে ডিগ্রি কলেজের সম্মুখে স্কুল ছাত্র নেপালের সাথে তাদের ধস্তাদস্তি হয়। এক পর্যায়ে রমেশ ধারালো ক্ষুর দিয়ে নেপালের গলায় পোঁচ দিয়ে পালিয়ে যায়। এতে নেপাল মারাত্মক রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় নেপালকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্কুলছাত্র খুনের ঘটনায় নিহতের মা রিতা রাণী কর বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা রুজু করেন। মামলা নং-৭।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান হত্যাকান্ডে সম্পৃক্ত তিন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।