মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জনস্বার্থ সংরক্ষণ পরিষদের মহানগরের সভাপতি আলা উদ্দিন সওদাগরের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলামিস্ট মনির উদ্দিন মাস্টার, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, জনস্বার্থ সংরক্ষণ পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. হাবিবুর রহমান, সিলেট বিভাগ গণদাবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আখলাক আহমদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজরাফ আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাক শাহিদুর রহমান জুনু, সহ সভাপতি লিটন আহমদ, যুগ্ম সম্পাদক সুহেল আহমদ চৌধুরী, সদস্য জসিম আহমদ, মাসুদুর রহমান চৌধুরী, আফসর আহমদ, মুজাহিদ, মুন্নি ইসলাম তালুকদার, ইকবাল হোসেন চৌধুরী, সিলেট উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এএএম শিহাব, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আফজাল বখত, গণফোরাম সিলেট মহানগরের সভাপতি মো. আনসার খান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ, ইয়ার বখত চৌধুরী, গণদাবী পরিষদ নেতা রিয়াজ উদ্দিন আহমদ, ইরশাদ আলী, ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক ক্বারী শেখ মো. আল আমিন, গোলাপগঞ্জ নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির পরিবেশ সম্পাদক আব্দুল লতিফ সরকার, সদস্য মোহাম্মদ আলী পংকী, মহিলা সম্পাদিকা আলিসা সালমা আলী খান, মো. মুখলেছ মিয়া, মানবাধিকারের সহ সম্পাদক শফিকুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ শেখ খছরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি