জালালাবাদ গ্যাসের ১৫১.২০ কোটি টাকা নীট মুনাফা অর্জন

48

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিঃ, সিলেট-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা গত Rana Photography Call 01716393260 (91)২৭ নভেম্বর ঢাকাস্থ লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আহসানুল জব্বার, অতিরিক্ত সচিব (প্রশাসন/অপারেশন), জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ। উক্ত সভায় কোম্পানীর ২০১৪-২০১৫ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়। ২০১৪-২০১৫ অর্থ বছরে কোম্পানী ২১৯৮.৬৮৮ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রয় করে মোট ১০০৬.৩৫ কোটি টাকা রাজস্ব আয় করে। আলোচ্য  অর্থ বছরে কোম্পানী ১৫১.২০ কোটি টাকা কর-পূর্ব ও ৯৮.২৮ কোটি টাকা করোত্তর নীট মুনাফা অর্জন করে। উক্ত বছরে ডিএসএল, লভ্যাংশ, আয়কর, আমদানী শুল্ক ও ভ্যাট বাবদ রাষ্ট্রীয় কোষাগারে ৭১.০১ কোটি টাকা জমা দেয়া হয়। বর্ণিত অর্থ বছরে কোম্পানীর আওতাভূক্ত এলাকায় বিভিন্ন ব্যাসের মোট ১৫৩.৬৪ কিলোমিটার বিতরণ পাইপলাইন স্থাপন করা হয় এবং ১৬,৫৪৬ জন নতুন গ্রাহককে গ্যাস সংযোগ প্রদান করা হয়।
সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব ইসতিয়াক আহমদ, কোম্পানীর শেয়ারহোল্ডারবৃন্দ ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আয়োজিত নৈশভোজে বিভিন্ন মন্ত্রণালয়, পেট্রোবাংলা, বিসিআইসি, পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানীসমূহ এবং জালালাবাদ গ্যাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উলে¬খ্য যে, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ আবুবকর সিদ্দিক গুরুতর অসুস্থ হওয়ায় তাঁর আশু রোগমুক্তি কামনা করে সভায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি