বড়লেখার চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন

25
বড়লেখার চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধনের একাংশ।

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখার চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা রানী দে এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্কুল সম্মুখে গতকাল এ মানববন্ধনে বক্তারা বলেন প্রধান শিক্ষক অঞ্জনা রানী দে প্রতিষ্ঠানের দপ্তরি কাম প্রহরী আব্দুল আজিজকে হাজিরা খাতায় স্বাক্ষর প্রদানে বাধা প্রদান, বেতন, বিল যাতে না তুলতে পারে তার জন্য নানা অপকৌশল এবং ২ লক্ষ টাকার ঋণ দিতে প্রধান শিক্ষিকা তাকে চাপ দেন দপ্তরি কাম প্রহরী আজিজকে। এছাড়া প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও চাঁদাবাজির পৃথক দুটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে সম্প্রতি করেছেন ইতিপূর্বে এলাকাবাসী ও দপ্তরি আব্দুল আজিজ। ১৬ নভেম্বর বিকেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষিকাকে অপসারণসহ আব্দুল আজিজের বিরুদ্ধে অসদআচরণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজ সেবক দেলোয়ার হোসেন, ফারুক আহমদ,আজির উদ্দিন, হাসান আহমদ, হাজী তাজ উদ্দিন শেখ, আখই মিয়া, দপ্তরি আব্দুল আজিজ ও তার মা বাছিরুন বেগম সহ অনেকে বক্তব্য রাখেন।