বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান পক্ষের মামলা, ভাইস চেয়ারম্যানসহ অভিযুক্ত ৩১

35

বিশ্বনাথ থেকে সংবাদদাতা  :
বিশ্বনাথে সরকারি বরাদ্দ নিয়ে গত বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার দিনভর টানটান উত্তেজনার মধ্যদিয়ে উভয় পক্ষের সমর্থকরা একই সময়ে নতুন ও পুরনো বাজারে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা করেন। সংঘর্ষের আগে সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর উপর ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন ও তার সমর্থকদের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিনকে প্রধান আসামী করে ১১জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাত রাখা হয়েছে আরও ১৫/২০জনকে। শুক্রবার রাত পৌনে ১২টায় বিশ্বনাথ থানায় এ মামলাটি দায়ের করেন উপজেলা পরিষদের অফিস সহকারী (উপজেলা চেয়ারম্যান’র সিএ) গোলাম কিবরিয়া, মামলা নং (১৮)।
এ ব্যাপারে থানার ওসি রফিকুল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা চেয়ারম্যান পক্ষের মামলা দায়ের করা হয়েছে, আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।