ছাত্র ও যুব ফেডারেশনের মতবিনিময় সভা ॥ প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে

42

সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ইউকে প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ সুরত আলী বলেছেন, প্রবাসীদের প্রেরিত অর্থের রেমিট্যান্স আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসীরা যাতে বাংলাদেশের প্রতি অনাগ্রহ সৃষ্টি না হয় সে ক্ষেত্রে সমাজের সকলকে সজাগ থাকতে হবে। দেশে এসে প্রবাসীরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সে ক্ষেত্রে সচেতন মহলকে সোচ্চার থাকতে হবে।
গতকাল বিকেলে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার এহিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শফিউল আলম, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিয়া খালেদ, বিশ্বনাথ বার্তা সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোসাদ্দেক হোসেন সাজুল, শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেডারেশনের প্রেসিডিয়াম সংসদ সদস্য মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজায়েত হোসেন রিপন, আশফাক আহমদ, নির্বাহী সংসদ সদস্য হোসাইন আহমদ, মোঃ ফয়জুর রহমান, রায়হান জুবের, রোমান হাফিজ। বিজ্ঞপ্তি