হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত

115

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে হঠাৎ করেই বেড়েছে খোয়াই নদীর পানি। কয়েকদিনের টানা বর্ষণের ফলে এ পানি বৃদ্ধি পেয়েছে। রবিবার দুপুর ১২টায় জেলা শহরে নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ অবস্থায় শহররক্ষা বাঁধের অন্তত ৫টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরায়ও কয়েক দিন ধরে টানা বর্ষণ হচ্ছে। ফলে দু’দিন ধরে নদীতে পানি বাড়ছিল। (রবিবার) সকাল থেকেই হঠাৎ করে নদীর পানি বিপদসীমার উপরে উঠতে শুরু হয়। দুপুর ১২টায় শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপরে চলে যায়। কিন্তু প্রায় ১ ঘন্টা ধরে বাল্লা সীমান্তে নদীর বাংলাদেশ অংশে পানি স্থির রয়েছে। তিনি বলেন, নদীর পানি শহর অংশে আরও কিছু বাড়তে পারে। বাল্লায় কমতে শুরু করলে বিকেলে শহর অংশের পানি কমতে পারে। এখনও পর্যন্ত ভাংনের কোন আশংকা নেই। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলোও ইতিমধ্যে মেরামত করা হয়েছে।
এদিকে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমন খবর শহরজুড়ে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে আতংক দেখা দেয়। এর আগে গত জুন মাসে নদীর পানি বিপদসীমার ২৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তখন বাঁধের বিভিন্ন অংশে ভাংনের আশংকা দেখা দেয়। অনেক স্থানে আবার বাঁধ উপচে পানি শহরে প্রবেশ করে। অবস্থা বেগতিক দেখে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছিল।