শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও চরিত্র গঠনে উৎসাহিত করা প্রয়োজন – ইমাদ উদ্দিন নাসিরী

33

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী বলেছেন, শিক্ষা ছাড়া যেমন আলোকিত মানুষ হওয়া যায় না তেমনি চরিত্র গঠন না হলে প্রকৃত মনুষ্যত্বের বিকাশ ঘটে না। কাজেই কোমলমতী শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের প্রতি উৎসাহ প্রদান করতে হবে। তিনি বলেন- বর্তমানে শিক্ষায় সার্টিফিকেটের প্রতিযোগিতা চলছে। যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না। ফলে ভাল ডিগ্রীধারীরা আজ প্রতিযোগিতা মূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। শুধু সার্টিফিকেট অর্জন নয় জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্বের অর্জন করতে হলে প্রচুর লেখাপড়া করা প্রয়োজন। ইমাদ উদ্দিন নাসিরী গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলা খালোমুখ বাজারস্থ নৈখাই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোহনা আইডিয়াল একাডেমি’র পিএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও প্রবেশপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। একাডেমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে একাডেমি’র শিক্ষক চঞ্চল আচার্য্যের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- একাডেমি’র প্রিন্সিপাল মোঃ মুক্তার আলী। বক্তব্য রাখেন- একাডেমি’র শিক্ষক নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা কমর উদ্দিন জাহেদ, কাজল চন্দ্র দাশ, রুমানা ইয়াসমিন, সাহেরা বেগম, জুমারা আক্তার সুমি প্রমুখ। বিজ্ঞপ্তি