স্বেচ্ছাসেবক লীগের হরতাল বিরোধী মিছিল ॥ বিজয় দিবসের আগেই যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করার দাবী

27

যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাসির রায় বহাল রাখায় এবং রায় কার্যকর করার দাবী ও হরতালের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সুরমা পয়েন্ট থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত চক্র হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করছে। ভাংচুর-অগ্নিসংযোগ করে ধ্বংস করছে সরকার ও মানুষের সম্পদ। দেশজুড়ে তাদের তান্ডব ও হিং¯্রতায় মানুষ আজ নিরাপত্তাহীন দিন কাটাচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এখনই বিএনপি-জামায়াতের এ অপতৎপরতা রুখতে হবে। সমাবেশে বক্তারা আরো বলেন, যুদ্ধাপরাধী সাকা ও মোজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বিজয় দিবসের আগেই যুদ্ধপরাধীদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো:আফসার আজিজ‘র সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটুর পরিচালনায় বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিব উস সালাম রিজভী প্রমুখ। বিজ্ঞপ্তি