ওসমানীনগরে হামলার ঘটনায় মামলা দায়ের, আহত দুইজনের অবস্থা সংকটাপন্ন

60

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে হামলার ঘটনার ৯ দিন পর অবশেষে মামলা রেকর্ড করেছে থানা পুলিশ। উপজেলার উছমানপুর ইউনিয়নের আলীপুর গ্রামের শফিক মিয়ার ছেলে মজলু মিয়ার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মামলাটি রুজু করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় আহতদের মধ্যে সিলেট ওসমানী হাসাপাতালে চিকিৎসাধিন থাকা রহমত উল্যা, শফিক মিয়ার অবস্থা সংকটাপন্ন রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সফিক মিয়াকে জ্ঞানহীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসা দেয়া হচ্ছে বলে আহতদের স্বজনরা জানান। মামলায় অভিযুক্তরা হলেন- আলীপুর গ্রামের সোনা উল্যা, মামুন, মাছুম, তোফায়েল, জাহাঙ্গীর, দুদু মিয়া, মছব্বির, আজমান উল্যা, মুকিদ মিয়া, আবদাল মিয়া ও মহব্বত উল্যা।
ফুফা শফিক মিয়া লাইফ সাপোর্টে রয়েছেন, চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা খুবই সংকটাপন্ন। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন, এ সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার থানার মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১১। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।