কানাইঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

38

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থা ও কানাইঘাট মরহুম হাজী মাহমুদ আলী স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনভর কানাইঘাট দক্ষিণ বানীগ্রাম ইউপির উদয়ন কিন্ডার গার্টেনে ফ্রি মেডিকেল ক্যাম্প’র মাধ্যমে এলাকার ৭ শতাধিক নারী পুরুষ ও শিশুদের সব ধরনের চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থার সেক্রেটারী বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ মিসবাউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ডাঃ ফাবাশি^র জাহান মিসহাদ, ডাঃ আমিনা খাতুন উম্মি, ডাঃ কোমেতা বেগম নওরিন, ডাঃ জিন্নাত রুমানা রুহিন ফ্রি চিকিৎসা প্রদান ও বিনামূল্যে রোগীদের মধ্যে ঔষধ বিতরণ করেন। ফ্রি মেডিকেল টিমের সার্বিক তদারকি ও চিকিৎসা সেবা পরিদর্শন করেন, সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জালাল উদ্দিন, বানীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, সংস্থার উপদেষ্টা সাংবাদিক এম.এ হান্নান, মরহুম হাজী মাহমুদ আলী স্মৃতি পরিষদের সভাপতি হাজী মখলিছুর রহমান, সংস্থার অর্থ সম্পাদক হাফিজ আব্দুল হাই আজাদ, প্রচার সম্পাদক হাফিজ জাহেদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হারিছ, সদস্য সাদিকুর রহমান চৌধুরী, জসীম উদ্দিন, আনোয়ার চৌধুরী, মারুফ আহমদ সহ স্থানীয় মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ফ্রি মেডিকেল টিমের প্রধান সংস্থার সেক্রেটারী ডাঃ মোঃ মিসবাউল ইসলাম জানিয়েছেন, কানাইঘাটের আর্থ সামাজিক উন্নয়ন ও দরিদ্র পীড়িত মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে।