জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের ঘোষণা

24

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ।
জানা গেছে, গত ১১ নভেম্বর জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে একটি বিল দখল নিয়ে গ্রামের যুক্তরাজ্য প্রবাসি গিয়াস উদ্দিন ও দবির উদ্দিনের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধ ও সংঘর্ষের ঘটনায় গিয়াস পক্ষের ২ জন নিহতসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। এ ঘটনায় গিয়াস পক্ষের আব্দুল জলিল বাদি হয়ে প্রতিপক্ষের ১১৫ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ। এ সময় এ মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার (ওসি তদন্ত) খান মোঃ মাঈনুল জাকিরসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এ সময় জয়নগর গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের ঘোষণা দিয়ে এবং উভয় পক্ষকে সমানভাবে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন পুলিশ সুপার হারুন অর রশীদ। জগন্নাথপুর থানার (ওসি তদন্ত) খান মোঃ মাঈনুল জাকির জানান, আজ শুক্রবার থেকে আগামি ২ সপ্তাহ ব্যাপী জয়নগর গ্রামে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ক্যাম্প থাকবে।