৩৭৯ কোটি টাকার হীরা কিনে রেকর্ড !

16

কাজিরবাজার ডেস্ক :
হংকংয়ের এক ধনাঢ্য ব্যবসায়ী ৩৭৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ‘ব্লু মুন’ নামে ১২.০৩ ক্যারেটের একটি blue moon diamond pic_90660হীরা কিনে রেকর্ড সৃষ্টি করেছেন। এখন পর্যন্ত নিলামের মাধ্যমে বিক্রি হওয়া এটি সবচেয়ে দামি হীরা।
হংকংয়ের ওই ব্যবসায়ীর নাম জোসেফ লাউ। জোসেফ বিতর্কিত আবাসন ব্যবসায়ী। কিছুদিন আগে তার বিরুদ্ধে ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হয়।
সুইজারল্যান্ডের জেনেভায় এক নিলাম থেকে ১৭ বছর বয়সী এক মেয়ের জন্য এই হীরা কেনেন জোসেফ। হীরাটি কেনার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘দ্য ব্লু মুন অব জোসেফিন।’
জোসেফ এই  হীরা কেনার পরদিনই ২২ কোটি ৩২ লাখ টাকা দিয়ে ব্যয়ে ১৬.০৯ ক্যারেটের আরেকটি পিংক হীরা কেনেন। কেনার পরই এর নামকরণ করা হয় ‘সুইট জোসেফিন’ নামে।
সোদবাই আন্তর্জাতিক অলংকার বিভাগের প্রধান ডেভিড বেনেট বলেন, ‘ব্লু মুন’ হীরাটি বিক্রির রেকর্ড ভেঙেছে। এটিকে এখন সবচেয়ে দামি হীরা বলা হয়। শুধু রংয়ের কারণে না, নিলামের মাধ্যমে বিক্রি হওয়া এ যাবৎ কালের এটি সবচেয়ে দামি হীরা। একটি আংটির মধ্যে বসানো ছিল হীরাটি।