প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল জগন্নাথপুর

10

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
বিএনপি কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন শনিবার আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, স্বাস্থ্য সম্পাদক মশহুদ আহমদ, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, উপজেলা আ’লীগের ক্রীড়া সম্পাদক আবদুল কাদির, সদস্য আফু মিয়া, পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।
এদিকে-উপজেলা যুবলীগের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, হুমায়ূন আহমদ, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, সহ-সম্পাদক রমজান আলী ছানা, আবদুল বারিক, তাজ উদ্দিন, সদস্য জাহাঙ্গীর খান, মতিন মিয়া, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, রাজিব চৌধুরী বাবু, মল্লিক মনসুর, রুনু মিয়া, মল্লিক ইমাম, ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল বক্স, সেলিম আহমদ, লিটন আহমদ, দিলোয়ার হোসেন, শফিক মিয়া, রাকিব, রফিকুল ইসলাম তাজ, রনধীর কান্তি দাস রান্টু, রিজু সুলতান, রাসেল তালুকদার প্রমুখ।
এছাড়া-আ’লীগের সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ যুগ্ম-আহবায়ক কামরান আহমদ সহ দলীয় নেতাকর্মীরা। এতে আ’লীগ ও যুবলীগ সহ অঙ্গ-সংগঠনের পৃথক মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে জগন্নাথপুর উপজেলার রাজনৈতিক অঙ্গন।