দক্ষিণ সুরমায় ৭টি চোরাই গরুসহ ৩ চোর আটক

38

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে ৭টি গরুসহ ৩ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রবিবার দুপুর ১ টার দিকে রাঘবপুর গ্রামের হওলা বিল নামক স্থান থেকে গরুসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- সুনাগঞ্জের দিরাই থানার নোয়ারচর গ্রামের ইদ্রিস আলীর পুত্র হাফিজুর রহমান (২০), জগন্নাথপুর থানার পাটলি এলাকার ছামাটের মৃত সুরুজ মিয়ার পুত্র আফজল মিয়া (২৪) ও গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী এলাকার পূর্ব মদনগৌরীর ফজলুর রহমান ওরফে রেজানের পুত্র আব্দুল কাদিও (২৩)। গতকাল সোমবার পুলিশ আটককৃতদের আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, গত রবিবার ভোররাতে মোগলাবাজার থানার সুড়িগাঁও গ্রামের মোঃ মসকুর আহমদের গোয়ালঘর থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা দামের ১টি লাল রংয়ের গাভী, ১টি সাদা রঙয়ের গাভী, ১টি ছাই রংয়ের গাভী, ১টি সাদা রংয়ের বাছুর, ১টি কালো-সাদা রংয়ের গাভী, ১টি লাল বাছুর, ১টি কালো-লাল রংয়ের বাছুর চোররা চুরি করে পালিয়ে যায়। ওইদিন দুপুর ১ টার দিকে রাঘবপুর গ্রামের হওলা বিল নামক স্থান থেকে গরুসহ স্থানীয় জনতা তাদেরকে আটক স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে সেখানে গিয়ে গরুর মালিক মসকুর আহমদ তার গরুগুলো সনাক্ত করে মোগলাবাজার থানা পুলিশকে খবর দেন। পরে গরুসহ ৩ চোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় গরুর মালিক মসকুর আহমদ বাদি হয়ে মোগলাবাজার তাদের বিরুদ্ধে চুরি আইনে একটি মামলা দায়ের করেন। নং- ৪ (০৮-১১-১৫)।