আব্দুর জহুর সেতুতে টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

48

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে নির্মিত আব্দুর জহুর সেতুতে টোল আদায়ের প্রতবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সচেতন PIC-sunamgonj(Manobondon)-01সুনামগঞ্জবাসীর, বিশ্বম্ভপুর সমিতি সিলেট ও তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতি সুনামগঞ্জ। সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে গতকাল সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবহেলিত ভাটির জনপদ বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও সুনামগঞ্জ সদর এর বঞ্চিত মানুষেরা উপস্থিতিত ছিলেন এ মানববন্ধনে। সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবী কলামিষ্ট হোসেন তওফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ৪৪ বছর পর সুরমা নদীতে সেতু নির্মাণ হয়। অবহেলিত এ অঞ্চলে রাস্তাঘাট এখনও যান চলাচলের উপযুক্ত নয়। বেশির ভাগ লোকজন কৃষি কাজের সাথে জড়িত। সুনামগঞ্জের হাওরাঞ্চলের দারিদ্র্য পীড়িত এ অঞ্চলের লোকজনের জীবনমান এখন অনুন্নত। এসব বিবেচনা করে আব্দুর জহুর সেতুতে টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। এ ব্যাপারে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ চলতি সংসদ অধিবেশনে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে আশ্বাস দিয়েছেন। জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানও সেতু ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলে টোল প্রত্যাহারের ব্যাপারে অনুরোধ জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। অবহেলিত এলাকার কথা মাথায় রেখে সেতুটিকে অন্তত পক্ষে পাঁচ বছর টোল আদায় থেকে বিরত রাখা হোক। ইতিমধ্যে টোল আদায়ের বিপক্ষে চতুর্দিকে জোরালো আন্দোলন শুরু হয়েছে। বিভিন্ন সোসাল মিডিয়ার মাধ্যমে অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। কিছুদিন পূর্বে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে সচেতন বিশ্বম্ভরপুর বাসীর ব্যানারে ও পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংঘটন পুসাবের উদ্যোগে টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র আইনজীবী, কলামিষ্ট হোসেন তওফিক পত্রিকায় তাঁর লেখার মাধ্যমে সেতুতে টোল প্রত্যাহারের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেছেন।