নাইওরী উপন্যাসের প্রকাশকালে পাঠ পরিবেশনায় মুক্তাক্ষর

9

উপন্যাস মানুষকে জীবন সম্পর্কে সচেতন করে তােলে। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয় নাইওরী উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠান।
লেখক দিলারা রুমা’র উপন্যাসের মুড়ক উন্মোচন এর আলোচনা অনুষ্ঠান কালে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আবৃত্তি ও উপন্যাসের গান, পাঠ ও কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয় দলগতভাবে। বিমল করের নির্দেশনা হিমেল মাহমুদের উপস্থাপনায় উপন্যাস থেকে গান পরিবেশন করে প্রভা ও পূর্ণতা। আবৃত্তি পরিবেশন করে পিউ, সুচিত্রা ও পূজা।পাঠে কন্ঠ দেন গুলজার, প্রান্ত, ত্রয়ী ও ত্রিপর্ণা।জসিম বুক হাউসের ব্যবস্থাপনায় শরতের বিকেল হয়ে উঠে হলভর্তি উপস্থিত দর্শকদের নাইওরী উপন্যাসের আনন্দঘন মুহূর্ত। বিজ্ঞপ্তি