পরিদর্শনকালে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ॥ আগামী জুনে কাজিরবাজার সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন

15

DSC_0504স্টাফ রিপোর্টার :
সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন-আগামী জুন মাসে কাজিরবাজার সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ১২৪ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর উপর নির্মিত এ কাজিরবাজার সেতু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গতকাল বুধবার দুপুরে সিলেটের কাজিরবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, তিন সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ও ভোট বর্জন ছিল ‘সাজানো নাটক’। নির্বাচনে অংশ নেয়া বিএনপির উদ্দেশ্য ছিল না। এই নির্বাচন থেকে তারা আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হতে পারবে না। বিএনপির নিরব ভোট বিপ্লবের ডাক দেয়া ও নীরবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘটনা রহস্যজনক। খালেদা জিয়ার কর্মকান্ডে কর্মীরা হতাশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যে দল আন্দোলন করতে গিয়ে কর্মী পায় না, নির্বাচন করতে গিয়ে এজেন্ট পায় না, সে দল আবার আন্দোলন করবে কেমন করে।’
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক প্রমুখ।