চুরি ডাকাতি বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ সুরমায় মানববন্ধন

25

MANOBBHONDHON PIC --28-04-2015দক্ষিণ সুরমায় চুরি ডাকাতি বৃদ্ধির প্রতিবাদে এবং নবনির্মিতব্য কাজিরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে রেল গেইট সংলগ্ন গোল চত্বর নির্মাণের ছবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল কীন ব্রিজের দক্ষিণ প্রান্তে সবুজ বাংলা সমাজকল্যাণ যুব সংঘ ও খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘ আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কাজিরবাজার সেতুর নকশায় আর্চ ডিজাইন ছিলো। কিন্তু নবনির্মিত সেতুর উপর এখনো আর্চ নির্মাণ করা হয়নি। ফলে এই সেতুটি অন্যান্য সেতুর মতো একটি স্বাভাবিক সেতুতে পরিণত হয়েছে। এছাড়া সাম্প্রতিকালে খোজারখলা দক্ষিণ সুরমার সর্বত্র চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। পুলিশের টহল না থাকায় অপরাধিরা অপরাধ কর্মকান্ডে সুযোগ পাচ্ছে বলে মানববন্ধনে দাবী করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, এডভোকেট শফিকুল ইসলাম, এসডিসির পক্ষে সেলিম আহমদ চৌধুরী, নাছির আহমদ খান, শওকত আমিন তাহমিদ, কয়েস আহমদ সাগর, নিজামুল হক লিটন ও মিলন তালুকদার, সবুজ বাংলার পক্ষে জাবেদুল ইসলাম দিদার, ফখরুল ইসলাম শান্ত, মনির হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম, ময়নুল ইসলাম, বাহার উদ্দিন, আবদুল ওয়াহিদ, সঞ্জয় দত্ত, রন্তা বেগম ও নেছার আহমদ রনি ও নেছার আহমদ প্রমুখ। তৃণমূল ছাত্র ও যুব ফোরামের মাস্টার আবুল হোসেন, বৈশাখী সমাজকল্যানের শায়েফ আহমদ শান্ত। বিজ্ঞপ্তি