চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হবে —-এমপি মুহিবুর রহমান মানিক

20

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও সরকারী প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন- ঢাকা-সিলেট মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা হয়েছে। ৬ লেনের এ মহাসড়ককে সুনামগঞ্জ পর্যন্ত সম্প্রসারন করার জন্য প্রধানমন্ত্রীকে সুপারিশ করা হয়েছে। সুনামগঞ্জবাসীর এ প্রত্যাশা অবশ্যই পুরন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয় তা এখন প্রমাণিত। তিনি বলেন, শিক্ষা বান্ধব সরকারের হাত ধরেই দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও হাইস্কুল সরকারীকরণ হয়েছে। চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়কে স্কুল এন্ড কলেজে পরিণত করতে সব ধরনের প্রচেষ্টা তার অব্যাহত থাকার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এ বিদ্যালয়ে ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। গতকাল সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষার্থী ফাহারিয়া জান্নাত ইভা ও সোহানা সিনথী রীমার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোালাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সাংবাদিক হারুন-অর রশীদ, প্রধান শিক্ষক মঈনূল হুসেন চৌধুরী।