ছাতকে আধুনিক প্রযুক্তিতে প্রতি হেক্টরে ৬ মেট্রিক টন ধান উৎপাদন

36

ছাতক থেকে সংবাদদাতা :
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছাতকে উচ্চ ফলনশীল বোরো আবাদ করে প্রতি হেক্টর জমিতে ৬ মেট্রিক টন ধান উৎপাদন করা সম্ভব হয়েছে। চলতি মৌসুমে গোবিন্দগঞ্জ এলাকার একটি প্রকল্পে প্রতি হেক্টরে ৬ মেঃ টন ধান উৎপাদন করতে সক্ষম হয়েছেন কৃষকরা। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মরহুম তফজ্জুল আলী স্মৃতি সেচ প্রকল্পের অধীনে উচ্চ ফলনশীল ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধান আবাদ করে অভাবনীয় সফলতা অর্জন করেছেন, সেচ প্রকল্পের পরিচালক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। রবিবার সকালে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন ফসলী জমি পরিদর্শন করে নমুনা ফসল সংগ্রহ করে উৎপাদন মাত্রা নির্ধারণ করেন। এ সময় পরিদর্শন শেষে কর্মকর্তাদ্বয় জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ফলন আরো বেশী হওয়ার সম্ভাবনা ছিল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলন বৃদ্ধি করতে তারা এসময়  কৃষকদের আহবান জানান।