আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বর্ষীয়ান আলেমে দ্বীন, সিলেটের কৃতি সন্তান শাইখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন। এর আগে রোববার শ্বাসকষ্ট নিয়ে ঐ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
মরহুমের ১ম জানাজার নামাজ সোমবার (২০ জানুয়ারি) পৌনে ৫টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফিজ হাসান বিন ইসহাক আল হাদী। তিনি জানাজার কয়েকঘন্টা পূর্বে লন্ডন থেকে সিলেটে পৌছান।
এদিকে বৃহত্তর সিলেটের অভিভাবকতুল্য সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন ও হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা ইসহাক আল মাদানীর ইন্তেকালে সিলেটজুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শুনে প্রথমে হাসপাতালে এবং পরবর্তীতে তাঁর বাসায় ভক্ত, সমর্থক, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ভীড় জমান। বাদ আসর নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে মরহুমের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মুসল্লী অংশ নেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর মাওলানা সৈয়দ মোহাম্মদ একরামুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও সাধারণ সম্পাদক হাফিজ মিফতাহুদ্দীন আহমদ, শিক্ষাবিদ লেঃ কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, সোবহানীঘাট ডিওয়াই কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা কুতবুল আলম, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জ আলহেরা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন ও সিলেট মহানগর ইমাম সমিতি সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব প্রমূখ।
এছাড়া জানাজার নামাজে, সিলেটের বিভিন্ন স্তরের আলেম-উলামা, শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক সহস্রাধিক মুসল্লী অংশ নেন।
মরহুম আল্লামা ইসহাক আল মাদানী উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ ও দ্বীনের দায়ী ছিলেন। হাজারো আলীমের উস্তাদ, ইলমে নববীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, উম্মাহর সম্পদ ছিলেন। তিনি ছিলেন ঐতিহ্যবাহী দারুল ইফতা সৌদি আরবের সাবেক মুবাল্লিগ। শিক্ষা জীবনে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে শায়খ ইসহাক আল মাদানী বিশ্ববিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন। তিনি দীর্ঘদিন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলায় শায়খুল হাদিস হিসেবে ইলমে দ্বীনের খেদমত করেন। তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা, সৌদি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৭৮ সালে নিবন্ধিত), লাজনাতুল বুহুছ আল-ইসলামিয়ার সহ-সভাপতি, তাহফীজুল কুরআন শিক্ষাবোর্ড সিলেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উলামা মাশায়েখ পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি, ইত্তেহাদুল কুররা বাংলাদেশের প্রধান উপদেষ্টা, হাউজিং এস্টেট জামে মসজিদের খতীব, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার (২০ জানুয়ারি) বাদ এশা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ মইরচা বাউসী গ্রামের ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে করা হয়।