কানাইঘাটে আন্ত:জেলা ডাকাত দলের ২ কুখ্যাত সদস্য গ্রেফতার ॥ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার

60

Dakat Picকানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত এ দুই ডাকাত উপজেলার সাতবাঁক ইউপির লালারচক গ্রামের সৌদি প্রবাসী রফিক আহমদের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত সোমবার থানার এস.আই তাপস চন্দ্র ও এস.আই রবিউল ইসলাম প্রথমে কানাইঘাট সড়কের বাজার থেকে জকিগঞ্জ উপজেলার পূর্ব খাল পাড় গ্রামের মঈন উদ্দিনের পুত্র একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত শাহাব উদ্দিন @ সাবুল আহমদ (২৫) কে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দির সূত্র ধরে এই দুই পুলিশ কর্মকর্তা একই দিনে বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে সোফাতলা গ্রাম থেকে মস্তাকিন আলীর পুত্র ডাকাত মোঃ আমির হোসেন @ সোহেল (৩০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে প্রায় ২মাস পূর্বে সাতবাঁক ইউপির লালারচক গ্রামের প্রবাসী রফিক আহমদের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া এ দুই ডাকাতের কাছ থেকে পুলিশ বেশ কিছু ডাকাতি ঘটনার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে জানা গেছে। এব্যাপারে প্রবাসীর স্ত্রীর দায়েরকৃত ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই তাপস চন্দ্রের সাথে কথা হলে তিনি বলেন, প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদ ও পরবর্তীতে সিলেটের বিজ্ঞ আদালতে গত মঙ্গলবার গ্রেফতারকৃত ডাকাত শাহাব উদ্দিন ও আমির হোসেন ১৬৪ ধারায় প্রবাসী রফিক আহমদের বাড়ীতে ডাকাতির কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তবে পুলিশ প্রবাসীর বাড়ী থেকে লুন্ঠিত ডাকাতির কোন মালামাল উদ্ধার করতে পারেনি অদ্যবদি পর্যন্ত।