ছাতকে বিদেশ পাঠানোর নামে ১ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ

30

ছাতক থেকে সংবাদদাতা  :
ছাতকে এক দুস্থ মহিলাকে ওমান পাঠানোর নামে তার সঞ্চিত ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছে দালাল রসিক আলী। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের ইদ্রিছ আলীর পুত্র। একই গ্রামের দুস্থ মহিলা সুফিয়া বেগম(৩৮)কে ওমান পাঠিয়ে দেয়ার নামে তার কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে সে আত্মসাৎ করেছে। এ বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা করা হলে টাকা ফেরত না দেয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়নি। এ ব্যাপারে গত ৯ এপ্রিল সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন সুফিয়া বেগম। এ মামলাটি ছাতক থানায় বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, সুফিয়া বেগমের স্বামী সমুজ আলী দীর্ঘদিন থেকে নিখোঁজ রয়েছেন। অসহায় সুফিয়া বেগম সন্তানাদি নিয়ে বাঁচার তাগিদে স্থানীয় ইউনিয়ন পরিষদের আওতায় এলজিইডির সড়কে মাটি কাটার কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এ পরিবারের অসহায়ত্বের সুবাদে দালাল রসিক আলী তাকে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়ে এবং সে তাকে বিদেশ পাঠিয়ে দেয়ার নাম করে তার কাজের সঞ্চিত টাকা, দোকান ভাড়া ও জমি বিক্রির ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছে। ওমান পাঠিয়ে দিতে ১ লক্ষ ৫০ হাজার টাকার চুক্তি হয়েছে সুফিয়া বেগমের সাথে দালাল রসিক আলীর। এর মধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকা অগ্রিম নিয়েছে এবং বাকি ৩০ হাজার টাকা ওমান যাবার পর দেয়ার কথা ছিল। ৩ মাসের মধ্যে ওমান পাঠানোর কথা বলে ২০১৪ সালের ১৬ জুলাই সুফিয়া বেগমের কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা প্রতারণা করে নিয়েছে রসিক আলী। অদ্যাবদি তাকে বিদেশ পাঠিয়ে দেয়নি। সুফিয়া বেগম গত ৮ এপ্রিল টাকা ফেরত চাইতে গেলে রসিক আলী তাকে মারপিট করেছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।