জকিগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক ইসলামী সম্মেলনে পীর চরমোনাই ॥ সুবিধাবাদী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা দেশ ও জাতির উন্নতি করতে পারে না

56

Islami Andolon 20.04.15আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সুবিধাবাদী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তি দিয়ে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের আশা করা যায় না। কাজেই নেতৃত্বের পূর্বে নিজের মধ্যে সৎ যোগ্য ও ন্যায় পরায়ণতা সৃষ্টি করতে হবে। প্রকৃত দেশ প্রেমিক ও জনদরদী ভাব ধরে যারা জাতির সাথে প্রতারণা করে তারা নিকৃষ্টতম অপরাধী। তাদের জন্যই আমাদের ভবিষ্যৎ পরিণত হবে অন্ধকারে, আমরা পরিণত হবো পরনির্ভরশীল এক জাতিতে। কিন্তু গভীর ভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এর মূল কারণ হচ্ছে মানুষের সীমাহীন লোভ ও মৃত্যুর ভয় না থাকা। প্রকৃত পক্ষে মানুষের আত্মাকে পরিপূর্ণতা করতে না পারলে তার চিন্তা চেতনার মধ্যেও পরিবর্তন আসবে না। একমাত্র ধর্মীয় অনুশাসন মানুষের চারিত্রিক বৈশিষ্টে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। পীর ক্ষোভ প্রকাশ করে বলেন, পর্দা হলো আল্লাহর পক্ষ থেকে নারী জাতির আত্মরক্ষার এক বড় হাতিয়ার, কেবলমাত্র জাহেলী যুগের নারীদের মত নির্লজ্জ ভাবে হাস্যলাস্য ভঙ্গিতে ঘরের বাহিরে বের হওয়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রেখেছে। আর এই নিষেধাজ্ঞা অমান্য করে যারাই চলেছে তারাই অপমান, অপদস্ত-লাঞ্ছিত হচ্ছে।
গতকাল ২০ এপ্রিল সোমবার জকিগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক দু’টি ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথাগুলো বলেন। মুন্সীবাজার মাদরাসার শায়খুল হাদীস মুহতামীম মাওলানা মুকাদ্দাস আলী ও শাহনূও হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আসাদ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন আল্লামা শাহ আহমদ শফী দা.বা. এর খলীফা মাওলানা মুফতী ওমর ফারুক সন্ধীপী, মাওলানা আব্দুল মালিক ফয়েজী বি.বাড়িয়া, মাওলানা আব্দুল জামিল খান, বাংলাদেশ মুজাহিদ কমিটির, সিলেট জেলা ইমাম কাম অডিটর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জেলা মুজাহিদ কমিটির সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন সহ স্থানীয় বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। বিজ্ঞপ্তি