মৌলভীবাজারে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

29

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
চিকিৎসকের অবহেলায় রিয়াদ নামে দেড় মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এ ঘটনাটি ঘটে। রিয়াদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের জসিম মিয়ার ছেলে। বর্তমানে তারা মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় বসবাস করে আসছে।
রিয়াদের বাবা জসিম মিয়া জানান, গত শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তার দেড় মাসের শিশু পুত্র রিয়াদকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে তাকে জরুরি বিভাগে ভর্তি না করে দুই ঘন্টা যাবত ফ্লোরে ফেলে রাখা হয়। পরে একজন ডাক্তার এসে একটি লিকুইড ঔষধ দিলে শিশুটির শরীর সাথে সাথে কালো হয়ে যায়। শনিবার বিকেলেই সে মারা যায়। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পালাশ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে চিকিৎসার কোনো অবহেলা ছিল না এবং যে ঔষধগুলো দেওয়া হয়েছে তা সঠিক ছিল।