চরমোনাই পীর চার দিনের সফরে আজ সিলেট আসছেন

89

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হযতর মাও: মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম পীর চরমোনাই আজ রবিবার থেকে চার দিনের সফরে সিলেট আসছেন। তিনি সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ওলামা সম্মেলন ও ওয়াজ মাহলিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এতে বিশেষ অতিথি থাকবেন আল্লামা শাহ আহমদ শফী দা. বা. এর সুযোগ্য খলীফা ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড এর নির্বাহী সদস্য হযরত মাও: মুফতি ওমর ফারুক সন্ধীপী, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরী। পীর চরমোনাই’র সফর সূচীর মধ্যে রয়েছে আজ ১৯ এপ্রিল হবিগঞ্জ, ২০ তারিখ সোমবার বাদ মাগরির জকিগঞ্জ বারঠাকুরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ ও বাদ এশা বিয়ানীবাজার বাগানবাড়ী মাঠে ওয়াজ মাহফিল, ২১তারিখ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত সিলেট ইউনাইটেড সেন্টারে ওলামা ও সূধী সম্মেলন, বাদ মাগরিব দিরাই এবং বাদ এশা সুনামগঞ্জ শহরে ওয়াজ মাহফিল, ২২ তারিখ বুধবার বিকাল ৩টায় মৌলভীবাজারে ওলামা সম্মেলন, বাদ মাগরিব বালাগঞ্জ বাজার মাঠে এবং বাদ এশা মৌলভীবাজার ওয়াজ মাহফিল।
পীর চরমোনাইর সকল কর্মসূচী সফলে সিলেটের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপস্থিত থেকে সফল করার জন্য এবং সাংাবাদিক ও প্রশাসনের সার্বিক সহযোগিতার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ। বিজ্ঞপ্তি