দিরাইয়ে প্রথম ডিগ্রি পরীক্ষা কেন্দ্র ছাত্র-শিক্ষক ও অভিভাবক আনন্দিত

42

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ডিগ্রি পরীক্ষা কেন্দ্রে দিরাই কলেজের ছাত্র- ছাত্রীরা পরীক্ষা দিতে পারায় ছাত্র-শিক্ষক ও অভিভাবক সাবাই আনন্দিত। গতকাল শনিবার ২টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে ছাত্র-ছাত্রীরা উল্ল¬াসিত হয়ে তাদের প্রত্যাশা পূরণের কথা জানান। পরীক্ষার্থী করুনা বেগম, হাবীবা বেগম, জাহেদ, উজ্জ্বলসহ অত্যন্ত ২০-২৫ জন পরীক্ষার্থী আনন্দের সাথে বলেন, আগে আমাদের কলেজের শিক্ষার্থীরা সুনামগঞ্জ জেলা শহরে গিয়ে ডিগ্রি পরীক্ষা দিতেন। এতে পরিশ্রম ও অর্থ বেশি ব্যয় হতো। এবার আমরা আমাদের এলাকায় পরীক্ষা দিতে পারাটা আমাদের জন্য ভাড়তি আনন্দের। এ ব্যাপারে অভিভাবক টিপু চৌধুরী বলেন, আমার স্ত্রী কোলের শিশু নিয়ে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ভেন্যুতে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা কেন্দ্র দিরাইয়ে না হলে হয়তো দুধের বাচ্চা নিয়ে তার পরীক্ষা দেয়াই হতো না।
এ ব্যাপারে দিরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেব বলেন, আমাদের কলেজ পরিচালনা পরষদের সভাপতি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত প্রচেষ্টায় ও পরিচালনা পরষদের সার্বিক সহয়োগিতায় আমাদের বহুদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিয়েছে। পরীক্ষা কেন্দ্র দিরাই আশায় ভাটি অঞ্চলের গরীব অসহায় অনেক শিক্ষার্থীরা নিজ বাড়ী থেকে কম অর্থ ব্যয় করে পরীক্ষা দিতে পারছে।