হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

21

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের বাসিন্দা রমিজ আলীর জমির পাশের রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার লোকজন যাতায়াত করে আসছেন। গতকাল সকালে রমিজ আলী যাতায়াতের ওই রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করতে শুরু করেন। এ সময় ওই গ্রামের সিরাজ আলী রাস্তা বন্ধ করতে রমিজ আলীকে বাধা দেন। বাধা উপেক্ষা করে রমিজ আলী বেড়া নির্মাণ কাজ চালিয়ে যায়। এ নিয়ে গ্রামবাসীর মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে রমিজ আলীর সাথে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহত রোজিনা খাতুন (৩০), সোহেনা আক্তার (২০), মিনারা খাতুন (৩০), মালুম চান (৫০), রুবিনা খাতুন (৩৫), ছফিনা খাতুন (৬০), নাসিমা খাতুন (২৫), সিরাজ আলী (৬৫), উজ্জ্বল মিয়া (২০) ও রমিজ আলী (৬৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।