যানজট নিরসনে সড়কের পাশে প্রতিষ্ঠিত সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে — সুনামগঞ্জের পুলিশ সুপার

27

ছাতক থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পরিবহন মালিক ও Sp--2শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন, সাইন ও ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়ে পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীলতার সাথে গাড়ি চালালে অনেকাংশেই দুর্ঘটনা এড়ানো সম্ভব। যানজট নিরসনে সড়কের পাশে প্রতিষ্ঠিত সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে। সুন্দর ও পরিচ্ছন্ন জেলা গঠনে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। গতকাল শনিবার সকালে ছাতক শহরের রওশন কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন। জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ছাতক থানার ওসি আতিকুর রহমানের সভাপতিত্বে ও এসআই সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সামছুল আলম। এ সময় পুলিশ কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।