তাহিরপুরে স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

28

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মোজাহিদু ইসলাম (৪৫), এমরান হোসেন (৩০), মাল হোসেন (৩২), তোফাজ্জল হোসেন (২৩), শাজেদিন মিয়া (৭০), সবুজ মিয়া (৫০), হোসাইন মিয়া (৩৫) ও লম্পট জিয়াউল হক (২০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাতিয়ান গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়-প্রতিদিনের মতো গতকাল সোমবার সকাল ১০টায় জনতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মুনতাহেনা তার নিজ বাড়ি থেকে স্কুলের যাওয়ার সময় পথের মধ্যে বকাটে জিয়াউল হক তার সহযোগীদের নিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে। এ ঘটনাটি ওই ছাত্রী তার পরিবারের লোকজনকে জানানোর পর দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ২৫জন আহত হয়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে উভয়পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।