কুলাউড়ায় প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক মতবিনিময়

27

কুলাউড়া থেকে সংবাদদাতা :
কুলাউড়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে এবং সিআরপি ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক এক মতবিনিময় সভা গত মঙ্গলবার বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা মো. রিয়াজ আহাম্মদের সভাপতিত্বে ও সিআরপি’র জেলা সমন্বয়কারী মো. গিয়াস মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারঃ) মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আছির উদ্দিন, মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। সভায় প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধিসহ তাদেরকে সমাজে পুনর্বাসনে ন্যায্য বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ ধীরেন্দ্র মালাকার, প্রতিবন্ধী সেলিম হোসেন প্রমুখ। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান(ভারঃ) মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম বলেন সরকার প্রতিবন্ধীদের সুরক্ষায় বাস্তবমুখী পরিকল্পনা গ্রহন করেছে। এতে প্রতিবন্ধীরা আগামীতে বাস্তবমুখী পরিকল্পনার সুফল ভোগ করতে পারবে। তিনি প্রতিবন্ধীদের উপজেলা থেকে প্রদত্ত সকল সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন।