ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদের সভা ॥ বর্ষবরণের নামে অনৈসলামিক কার্যকলাপ সিলেটবাসী সহ্য করবে না

31

DSC_0830ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ সিলেট আয়োজিত আলোচনা সভা গতকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। এডভোকেট মাওলানা আব্দুর রকিব এর সভাপতিত্বে এবং মুফতী ফয়জুল হক জালালাবাদী ও মাওলানা আছলাম রহমানীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল বাসিত বরকতপুরী। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মতিন ধনপুরী, শায়খ মাওলানা নাছির উদ্দিন, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাছান, মাওলানা শেখ মোঃ ছাইফ উদ্দিন, মাওলানা কারী ইদ্রিস আহমদ জাকারিয়া, মাওলানা মোঃ আহসান উল্লাহ, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মাষ্টার শেখ আব্দুল আজিজ, আলহাজ্ব নজরুল ইসলাম শিকদার, ডাঃ হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, বর্ষবরণের নামে অনৈসলামিক কার্যকলাপ সিলেটবাসী সহ্য করবে না। ইসলাম প্রিয় এ নগরবাসী শতবছরের ঐতিহ্যে লালিত সুস্থ সংস্কৃতির পরিবর্তে পশ্চিমা সংস্কৃতি কঠোর হস্তে দমন করবে। আসন্ন বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, রাস্তাঘাটে নারী পুরুষের অবাধ বিচরণ ও অশ্লীল ভাব-ভঙ্গিমা প্রদর্শন, রাস্তায় সম্মিলিত নৃত্য ও বেফাস উন্মাদনা প্রভৃতি পুণ্যভূমি সিলেটের আলেম সমাজ বরদাশত করবে না। প্রয়োজনে সমগ্র তৌহিদী জনতাকে সাথে নিয়ে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ প্রতিরোধে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে। এ জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বক্তারা জোর দাবী জানান। সম্প্রতি এন.জি.ও’র একটি প্রোগ্রামে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি’র কওমী মাদ্রাসা সম্পর্কে নেতিবাচক বক্তব্য সিলেটবাসীকে হতাশ করেছে। সভায় বক্তারা এ বক্তব্যে নিন্দা জানান। সভায় বর্ষবরণের নামে অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান, নগরীর প্রতিটি মসজিদে ইমাম ও খতিবদের মাধ্যমে ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান, লিফলেট বিতরণের কর্মসূচী গ্রহণ হয়। বিজ্ঞপ্তি