হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

21

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মালেক মিয়ার দখলীয় সরকারি জায়গায় মাটি কাটা নিয়ে একই গ্রামের আউয়াল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে স্থানীয় মুরব্বীরা তা সালিশে নিষ্পত্তির উদ্যোগ নেন।
বুধবার রাত ৯টার দিকে দুইপক্ষের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে এক মহিলা আউয়াল মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত আব্দুল আউয়াল মিয়ার ছেলে জামাল মিয়া (৩৫), তজিম্মুল মিয়ার ছেলে নেসকাল মিয়া (২৫), এখলাছ মিয়ার ছেলে মোতালিব মিয়া (২৬), সামায়ূন মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৩০), নূর মিয়ার ছেলে মুসা মিয়া (৩০) ও রাহাদ মিয়ার ছেলে ছালা মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিবপাশা গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।