বিআরটিএ’র ইন্সপেক্টরকে মারধর, যুবকের ৩ মাসের সাজা

43

DSC_0023স্টাফ রিপোর্টার :
নগরীর বিআরটিএ অফিসে ইন্সপেক্টর তানভির হোসেনকে মারধর এবং অফিসের আসবাবপত্র ভাংচুর চেষ্টার অভিযোগে জসিম উদ্দিন (৩০) নামের এক যুবককে ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। জসিম নগরীর ৮৩ নাসিরাবাদ বিলপারের আক্কাস মিয়ার পুত্র।
বিআরটিএ সিলেটের উপ-পরিচালক মোঃ শহিদউল্লাহ জানান, জসিম উদ্দিন গতকাল ৪টার দিকে বিআরটিএর ইন্সপেক্টর তানভির হোসেনকে মারধর করে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুরের চেষ্টা করে। এ সময় অফিসের লোকজন জসিমকে ধরে নেজারত ডেপুটি কালেক্টর মোঃ মোবেশ্বর হাসানের আদালতে নিয়ে যায়। সে বিচারকের কাছে অপরাধের দায় স্বীকার করে। এ সময় ১৮৬ ধারায় বিচারক তাকে তিন মাসের সশ্রম কারাদন্ড দেন। পরে পুলিশ তাকে জেলহাজতে নিয়ে যায়। তিনি আরো জানান, জসিম উদ্দিন একজন দালাল। তার কথা না শোনায় ইন্সপেক্টর তানভিরকে সে মারধর করেছে।