জগন্নাথপুরে মদের চালান আটক মামলায় আরো ২ জন গ্রেফতার

3

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে যাত্রীবাহী বাস কর্ণফুলী এক্সপ্রেস থেকে বিদেশি মদের চালান আটক মামলায় আরো ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করা হলো।
জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি রাতে গোপান সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৫৪ বোতল ভর্তি মদের চালান সহ গাড়ির সুপার ভাইজার ফুল মিয়া ওরফে আজাদকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ। সে সুনামগঞ্জ সদরের ইকবাল নগর এলাকার মৃত হাসমত আলীর ছেলে। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি আরো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ সদরের তেঘরিয়া লম্বাহাটি গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সামছুদ্দিন ওরফে ছাম্বুল ও ফেনিবিল (উত্তর) গ্রামের সৈয়দ আলীর ছেলে শফিকুল ইসলাম।
৬ ফেব্রুয়ারি রবিবার গ্রেফতারকৃত ৩ আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছেন।