জগন্নাথপুরে ধান কাটা নিয়ে দুই পক্ষের উত্তেজনা, সংঘর্ষের আশংকা

25

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ময়মুন খানের মালিকানা স্থানীয় নলুয়ার হাওরে প্রায় একশত কেদার ফসলি জমি রয়েছে। প্রবাসী ময়মুন খান যুক্তরাজ্যে থাকার সুযোগে জমিগুলো জবর দখল করতে মরিয়া হয়ে উঠে প্রবাসীর চাচাতো ভাই ইসলাম খান ও ভাগিনা বাছিত খান। ইসলাম খান ও বাছিত খান গত জমি চাষ মৌসুমে তাদের লোকজন দিয়ে এ বিশাল আয়তনের জমিগুলো চাষাবাদ করান। খবর পেয়ে যুক্তরাজ্য প্রবাসী ময়মুন খান দেশে এসে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে আদালত এ জমিতে ১৪৪ ধারা জারী করেন। গতকাল শুক্রবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের ইসলাম খান ও বাছিত খানের লোকজন জমিতে উৎপাদিত আধাপাকা বোরো ধান কাটার প্রস্তুতি নিলে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে না গেলে বড় সংঘর্ষের ঘটনা ঘটতো বলে এলাকার লোকজন জানান। পুলিশের ভূমিকায় বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমান জানান, প্রবাসী ময়মুন খানের মালিকাধীন বিশাল আয়তনের প্রায় এক শত কেদার জমি জবর দখলের পায়তারা করছে প্রতিপক্ষের ইসলাম খান ও বাছিত খান। তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে থমথমে অবস্থার সৃষ্টি হয়।