প্রবাসীরা দেশের সম্পদ —— বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ আব্দুস ছবুর

114

বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে প্রবাসী মোঃ হালিম ও ফয়ছল আহমেদ কে গতকাল রংমহল টাওয়ারস্থ অস্থায়ী কার্যালয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ আব্দুস ছবুর মিঞা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা দেশের সম্পদ, বিশেষ করে সিলেটের প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে মেধা ও শ্রম দিয়ে দেশের মুখ উজ্জ্বল পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি আরো বলেন জনসংখ্যার অনুপাত হারে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না। এজন্য তিনি প্রবাসীদেরকে চিকিৎসা সেবায় সহেযোগিতার হাত প্রসারিত করার জন্য আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান তাপাদার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইসলাম আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটির সিলেট বিভাগীয় সহ-সভাপতি ডাঃ বাপ্পি চৌধুরী, এম.সি একডেমি অধ্যাপক মাহমুদ চৌধুরী। বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সিলেট জেলা শাখা আহ্বায়ক মোঃ হানিফ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মুরাদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব অলিউর রহমান নাসিম, বাহার উদ্দিন, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দিদারুল ইসলাম, মোঃ হিরণ, জামাল উদ্দিন, নিজাম উদ্দিন টিপু, ফয়সল আহমদ, আসিফ হায়দার রতন, শেখ নজরুল ইসলাম, জুয়েল আহমদ, স্বপন আহমেদ, সামসুদ্দিন আহমদ, সিব্বির আহমদ, গিয়াস উদ্দিন, এমদাদ হোসেন, জুনেদ আহমদ, মোঃ আমিন, মোঃ নোমান আহমেদ, আলী রাজ, শাকিলা আক্তারা শিলা, রাবিয়া আক্তার রেখা, মোছাঃ নিলুফা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি