পর্দার বিধান বিরোধীতাকারীরা ইসলাম ও মুসলমানদের দুশমন -মাওলানা মুহাম্মদুল্লাহ

24

স্টাফ রিপোর্টার :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফাচ্ছিরে কোরআন মাওলানা মুহাম্মদুল্লাহ জামী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পর্দার বিধান বিরোধীতাকারীরা ইসলাম ও মুসলমানদের দুশমন। তিনি বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে ঈমান, আক্বিদা, পর্দার বিধানকে নিয়ে যারা তামাশা করে তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোরকা পড়া ছাত্রীদের উপর অমানবিক নির্যাতনের নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াসহ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
তিনি গতকাল রবিবার সকালে বন্দরবাজারস্থ সংগঠনের জেলা জমিয়ত কার্যালয়ে সিলেট জেলা জমিয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের জেলা সেক্রেটারী মাওলানা শায়খ আতাউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা জমিয়ত নেতা মাওলানা ফয়জুল ইসলাম, সিলেট জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ছলিম কাসেমী, জেলা যুব জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, মহানগর স্বেচ্ছাসেবক জমিয়তের আহ্বায়ক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হাসান আহমদ, জেলা ছাত্র জমিয়ত সেক্রেটারী মোহাম্মদ লুৎফুর রহমান, যুব জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, জমিয়ত নেতা আরসাদ নোমান, মহানগর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহিদ হাতেমী, ছাত্রনেতা আবু খয়ের, নাজিম উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।