আল-আমীন জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

270

DSC_9551আল-আমীন জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার সদর উপজেলার মেজরটিলা (ইসলামপুর) বিদ্যালয়ের সভা কক্ষে তিন পর্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আল-আমীন জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুস শাকুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লৎফুর রহমান হুমায়দী, হযরত শাহপরান (রহঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খসরুজ্জামান তাফাদার, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপিাল মোঃ মজির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আল-আমীন জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ জসিম উদ্দিন। ভাইস প্রিন্সিপাল শামীম আহমদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। প্রথম পর্বে প্রাইমারী শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি’র রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইকবাল আহমদ সিদ্দিকী। মাধ্যমিক (বালিকা) শাখার অনুষ্ঠানে মোশাররাফুন্নেছার সভাপতিত্বে এবং খালেদা বেগম লুনা ও শাহনাজ পারভীনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারী কলেজের রসায়ন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. রাবেয়া পারভীন। শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ মস্তফা আজাদ ও জাকির হোসেন রাহী। সঙ্গীত পরিবেশন করেন ইব্রাহীম ইসলাম ও খন্দার সাইমন আল জাওয়াহিরী। বিজ্ঞপ্তি